ভোলায় জোয়ারের চাপে বাঁধ ভেঙ্গে কয়েক গ্রাম প্লাবিত
ভোলা জেলার সদর উপজেলায় প্রবল জোয়ারের চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লাহ পয়েন্ট দিয়ে বৃহস্পতিবার দুপুরে ২০ মিটার এলাকার বাঁধ ভেঙ্গে যায়।
এতে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তা, ফসলি জমি, মাছের ঘেরসহসহ বিভিন্ন স্থাপনা। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।
পানি উন্নয়ন বোর্ড, ভোলা ডিভিশন ১ এর নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজজামান জানান, ভোলা সদরসহ তিন উপজেলায় ১৪৯ কি.মি বাঁধের মধ্যে ৪ কি.মি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে পূর্ব ইলিশা পয়েন্টে ২০ মিটার ভেঙে গেছে। এখানে বিপৎসীমার ১০৯ সেমি পর্যন্ত পানি উঠেছে।
‘আমরা ভাটা শুরু হলেই মেরামত শুরু করব, যাতে পানি না ঢুকতে পারে,’ বলেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড, ভোলা ডিভিশন ২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, মনপুরা দক্ষিণ সাকু চিয়া পয়েন্টে কয়েক মিটার বাঁধ ভেঙেছে, বেশ কয়েক কি.মি বাঁধ ঝুঁকিতে রয়েছে।
Comments