জাহাজের ধাক্কায় অচল গ্যান্ট্রি ক্রেন
জাহাজের ধাক্কায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) একটি জেটিতে ‘কি গ্যান্ট্রি ক্রেন’ অচল হয়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে টার্মিনালের তিন নম্বর জেটিতে এ দুর্ঘটনার পর সেখানে কন্টেইনার ওঠানামা ব্যাহত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব মো. ওমর ফারুক বলেন, ‘আজ বেলা ১২টার দিকে এমভি মাউন্ট ক্যামেরন নামে জাহাজটি জেটিতে থাকা একটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ এর সামনের অংশে ধাক্কা দেয়। এতে ক্রেনের কয়েকটি তার ছিঁড়ে যায়।’
ঘটনা তদন্তে বন্দরের ডক মাস্টার আবু সুফিয়ানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জাহাজে কন্টেইনার ওঠানামার সবচাইতে গুরুত্বপূর্ণ যন্ত্র ‘কি গ্যান্ট্রি ক্রেন’। চট্টগ্রাম বন্দরে বর্তমানে এ ধরনের মোট ১৪টি ক্রেন আছে।
জেটি পরিচালনাকারী বেসরকারি বার্থ অপারেটরের কর্মকর্তারা জানান, এনসিটির তিন নম্বর জেটিতে থাকা তিনটি গ্যান্ট্রি ক্রেনের একটি অচল হয়ে যাওয়ায় জেটিতে থাকা টিআর পোরথস নামে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা ব্যাহত হয়।
Comments