প্রথম সংবাদ সম্মেলনে যা যা বললেন বার্সার নতুন কোচ কোমান
কিকে সেতিয়েনকে বিদায় করে দেওয়ার পর তার উত্তরসূরি হিসেবে রোনাল্ড কোমানের নাম ঘোষণা করেছে বার্সেলোনা। নিয়োগ পাওয়ার পর স্প্যানিশ ক্লাবটির নতুন কোচ গতকাল বুধবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি প্রথমেই খেলোয়াড়দের উদ্দেশ্যে বলব যে, ফুটবল হলো উপভোগ করার বিষয়।’
এক যুগ পর কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করা বার্সাকে শক্তিশালী করে গড়ে তোলার ও মূল দলে পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক কোচ কোমান। পাশাপাশি বায়ার্ন মিউনিখের কাছে সম্প্রতি ৮-২ গোলের বিশাল ব্যবধানে হারা কাতালানদের স্বরূপে ফেরাতে কঠোর পরিশ্রম করার অঙ্গীকারও করেছেন তিনি।
বার্সেলোনার কোচ হওয়া প্রসঙ্গে:
‘এটা আমার জন্য একটি গর্বের দিন। বার্সার কোচ হওয়ার সুযোগ পাওয়া খুব সহজ কাজ নয়। কারণ, অনেক চাহিদা পূরণ করার বিষয় রয়েছে। তবে আমি এটা পছন্দ করছি। আমরা সবাই মিলে দলকে শক্তিশালী করতে, বদল ঘটাতে এবং বার্সার যেখানে থাকার কথা, সেই জায়গায় ফের তাদেরকে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করব। আমরা এখনও বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এবং এই দলের কোচ হওয়ার অর্থ স্বপ্নপূরণ হওয়া।’
দলের পুনর্গঠন প্রসঙ্গে:
‘আমি (দল থেকে বাদ দিতে চাই এমন কারও) নাম উল্লেখ করতে চাই না। তবে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করতে যা যা করা করা প্রয়োজন, সেসবের সন্ধান করতে হবে আমাদের। ক্লাব ও দলের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করতে হবে। আজ থেকে আমরা কাজে লেগে পড়ব এবং যদি কঠিন সিদ্ধান্তও নিতে হয়, আমরা তা করব।’
‘নির্দিষ্ট বয়সের খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তোলা হতে পারে। যদিও ৩১, ৩২ বা ৩৩ বছরে কোনো খেলোয়াড়ের সামর্থ্য শেষ হয়ে যায় না। এটা নির্ভর করে জয়ের জন্য আপনার ক্ষুধা কতটা এবং ক্লাবের জন্য আপনি সবকিছু উজাড় করে দিতে চান কিনা, তার উপর।’
‘সাধারণভাবে যে বিষয়টি বদলাতে হবে তা হলো, দলকে আরও ঝাঁজের সঙ্গে খেলতে হবে। একজন খেলোয়াড়ের মধ্যকার যে বিষয়টিকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই তা হলো, সামনে এগিয়ে যাওয়ার জন্য তার কতটা আকাঙ্ক্ষা রয়েছে। আমি কেবল এমন লোকদের সঙ্গেই কাজ করতে চাই, যারা বার্সাকে এগিয়ে যেতে চায় আর বার্সার জন্য সবকিছু উজাড় করে দিতে চায়।’
‘আমি মনে করি, এই মুহূর্তে সেসব তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া উচিত যারা উপযুক্ত ও যোগ্য। আমরা ভয় পাচ্ছি না। যদি তারা যোগ্যতা প্রমাণ করতে পারে, তবে তারা সুযোগ পাবে। আমি মনে করি, তারা যথেষ্ট মানসম্পন্ন। তবে এটাও সত্য যে, আপনাকে দলীয় ভারসাম্য বজায় রাখতে হবে।’
‘আমাদের এখন যা করতে হবে তা হলো, বায়ার্নের বিপক্ষে যা দেখিয়েছি, তার চেয়ে আলাদা একটা চিত্র তৈরি করে উপস্থাপন করা। সেদিন যে দলকে দেখা গেছে, তেমন বার্সাকে আমরা বা সমর্থকরা দেখতে চাই না।’
‘বার্সার জার্সি পরার আনন্দটা সবাইকে অনুভব করতে হবে। দলের প্রতি নিবেদন আর পেশাদারিত্বের মাধ্যমে তা দেখাতে হবে, নিজের ভেতরের সবকিছু উজাড় করে দিয়ে দেখাতে হবে। আমরা যদি তা করতে পারি, তাহলেই গত সপ্তাহে যা ঘটেছে, তার চেয়ে ভিন্ন একটা চিত্র ফুটে উঠবে।’
লিওনেল মেসি প্রসঙ্গে:
‘তার সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে এবং এখনও সে বার্সেলোনার খেলোয়াড়। এই মুহূর্তে তার সঙ্গে আমার কথা বলা দরকার। কারণ, সে দলের অধিনায়ক।’
‘আমাদের তার সঙ্গে কাজ করতে হবে এবং আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে হবে। আমাদের বেশকিছু সিদ্ধান্ত নিতে হবে। তবে মেসির ক্ষেত্রে, আমি আশা করি, সে আমাদের সঙ্গেই থাকবে।’
‘আমি জানি না যে, বার্সেলোনায় থেকে যাওয়ার জন্য মেসিকে আমার বোঝাতে হবে কিনা। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আপনার দলে আপনি বিশ্বের সেরা খেলোয়াড়কেই চাইবেন। আপনি কখনোই চাইবেন না যে, সে আপনার বিপক্ষে খেলুক।’
‘কোচ হিসেবে আমি মেসির সঙ্গে কাজ করতে পছন্দ করব। কারণ, সে ম্যাচ জেতায়। যদি সে সবসময়ের মতো দক্ষতা এবং মানের স্বাক্ষর রাখতে পারে, তাহলে সে থাকলে খুশির চেয়েও বেশি ভালো অনুভূতি হবে আমার।’
Comments