কক্সবাজার সদর ও টেকনাফ থানার ওসি প্রত্যাহার

কক্সবাজার সদর মডেল থানা ও টেকনাফ মডেল থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
মো. খায়রুজ্জামান ও আবুল ফয়সল। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর মডেল থানা ও টেকনাফ মডেল থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. খায়রুজ্জামান ও টেকনাফ মডেল থানায় ওসি আবুল ফয়সালকে প্রত্যাহারের বিষয়ে জানানো হয়। 

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা রাতে দ্য ডেইলি স্টারকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করেন। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি খায়রুজ্জামানকে তিন দিন আগে গত ১৭ আগস্ট এ পদে পদায়ন করা হয়েছিল। আর, টেকনাফ মডেল থানায় ওসি আবুল ফয়সালকে গত ৮ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছিল।

খায়রুজ্জামান এর আগে কক্সবাজার সদর থানায় পরিদর্শক হিসেবে এবং আবুল ফয়সাল কুমিল্লার চান্দিনা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার জেলার দুই থানায় ওসি পদে নিয়োগের মাত্র চার দিন ও ১২ দিনের মাথায় এ দুজনকে প্রত্যাহার করা হলো।

Comments