দেশে ফিরে গেলেন করোনায় আটকে পড়া ৫০০ ভারতীয়
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলাচল সীমিত করায় বাংলাদেশে আটকে পড়া পাঁচ শ ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। আজ শুক্রবার দুপুর পর্যন্ত দুই দিনে তারা বেনাপোল চেকপোস্ট অতিক্রম করেন।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত দুই দিনে বাংলাদেশে আটকে পড়া পাঁচ শ ভারতীয় নাগরিক ফিরে গেছেন। দীর্ঘ চার মাস ২৩ দিন পরে তারা ভারতে ফিরে গেলেন। এই সময়ের মধ্যে ১২ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারত থেকে ফিরে এসেছেন।’
Comments