কুড়িগ্রামে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী রাঙ্গাতিপাড়া গ্রাম থেকে মানিক চন্দ্র বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।
নিহত মানিক চন্দ্র বিশ্বাস রংপুরের কোতোয়ালী থানার লিচু বাগান দহিগঞ্জ এলাকার খোকন বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্ত্রী দীপালী রাণী বিশ্বাস ও মেয়ে ফাল্গুনী বিশ্বাসসহ কুড়িগ্রামে শ্বশুরের বাড়িতে বেড়াতে যান মানিক। পরে সন্ধ্যায় বাইরে গেলে তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। এরপর আজ সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে বাঁশ ঝাড়ের কাছের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মানিকের স্ত্রী দীপালী জানান, তার স্বামী মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেন।
ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments