সংগীত

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ সিএমএইচে ভর্তি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন তার সহকারী মোশাররফ।
Ferdous Wahid.jpg
ফেরদৌস ওয়াহিদ। স্টার ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন তার সহকারী মোশাররফ।

তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে সিএমএইচে ভর্তি করা হয়।’

ভর্তি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আবারও ফেরদৌস ওয়াহিদের করোনা টেস্টের জন্য নমুনা নিয়েছে বলে জানান মোশাররফ। ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলেও জানান তিনি।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত আছেন ফেরদৌস ওয়াহিদ। তার গাওয়া ‘এমন একটা মা দে না’ ও ‘মামুনিয়া’সহ আরও অনেক গান শ্রোতারা আজও পছন্দ করেন।

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

2h ago