স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলায় পঞ্চম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান গ্রেপ্তারকৃত যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করার পর তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম।
গতকাল রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গ্রেপ্তার যুবককে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরে ওই শিক্ষার্থীর বাড়ীর আশপাশে অভিযুক্ত যুবকের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করা যাচ্ছিল । গত সোমবার সকালে ভুক্তভোগীর বাবা-মা কাজ করতে বাড়ির বাইরে যায়। তখন ওই যুবক কৌশলে মেয়েটিকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকিয়ে রেখে ধর্ষণ করে।’
‘অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার পরিবারের লোকজন মেয়েটিকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়,’ যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘গতকাল রাতে মেয়েটির মা ওই যুবককে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে আজ ভোরে তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।’
Comments