কুড়িগ্রামে হত্যার অভিযোগে পুলিশের এসআই গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন মোস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন মোস্তাককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসআই রতন গাইবান্ধার ফুলছড়ি থানায় কর্মরত ছিলেন। হত্যার অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ঈদগাহ মাঠে ঈমামের বেতন ৫০ টাকা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১ আগস্ট ঈদুল আজহার দিন সন্ধ্যায় এসআই রতন ও তার পরিবারের সদস্যরা আক্কাস আলী ও তার ভাগিনা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্কাসের মৃত্যু হয়। ঘটনার রাতে এসআই রতন মোস্তাককে প্রধান আসামি করে নিহত আক্কাসের ভাই খোরশেদ আলম মোট ১৭ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

আক্কাস আলীর বাড়ি উপজেলার উমরমজিদ এলাকায়। রাজু সরকার আরও বলেন, গ্রেপ্তারের পর রতন মোস্তাককে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Comments

The Daily Star  | English
Army given magistracy power

Army given magistracy power for 60 days

The government has decided to give magistracy power to the commissioned officers of the Bangladesh Army.

1h ago