মৃণাল হক মারা গেছেন

ভাস্কর মৃণাল হক আর নেই। গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
Mrinal Haque-1.jpg
ভাস্কর মৃণাল হক। ছবি: সংগৃহীত

ভাস্কর মৃণাল হক আর নেই। গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৃণাল হকের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী আলমগীর।

আলমগীর বলেন, ‘মৃণাল হকের ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। গতকাল রাতে তার সুগার লেভেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

28m ago