সিলেটে রাতের আঁধারে বাগানের ২০০ গাছ কাটল দুর্বৃত্তরা
সিলেটের জৈন্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একটি নতুন সুপারি বাগানে লাগানো চারা রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ভিতরগোল গুয়াবাড়ি এলাকায় মলয় লতুবের নিজ উদ্যোগে গড়ে তুলেন পান-সুপারি বাগান। দুই বছর আগে তিনি মারা গেলে উত্তরাধিকার সূত্রে তার ছেলে ফাইসাল খংলা (২৮) বাগানের পরিচর্যা ও পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি বাগান সম্প্রসারণের জন্য ফাইসাল খংলা নতুন করে প্রায় ৫০০ এর বেশি সুপারি চারা রোপণ করেন।
গত ২০ আগস্ট রাতের কোনো এক সময় তার সুপারি বাগানের প্রায় ২০০ এর বেশি চারা কেটে দেয় দুর্বৃত্তরা।
ফাইসাল খংলা বলেন, ‘ভূমি দখলকারী একটি চক্র দীর্ঘ দিন ধরে আমাদের ভূমি দখল করার অপচেষ্টা করে যাচ্ছে। আমার বাবা বেঁচে থাকতে, ২০১৬ সালে, একইভাবে প্রায় ৫০০ এর বেশি পানের গাছে কেটে ফেলেছিল এই চক্র।’
২০১৬ সালের ঘটনায় মামলা হলেও সে বিষয়ে পুলিশের কোনো তৎপরতা না থাকায় তার বাবা মারা যাওয়ার পর নিজেরাই মামলাটি তুলে নেন বলে অভিযোগ করেন ফাইসাল।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি আমি জেনেছি। এর আগেও তারা এমন একটি মামলা করে তা তুলে নিয়েছেন। তারপরও যদি এবার মামলা করেন, তাহলে আমরা অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
Comments