বুড়িমারী স্থলবন্দরে পার্কিং চার্জ দ্বিগুণ করার প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পূর্ব ঘোষণা ছাড়াই কাস্টমস ইয়ার্ডে গাড়ি পার্কিং চার্জ দ্বিগুণ করায় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
আকস্মিক চার্জ দ্বিগুণ করার প্রতিবাদ জানিয়ে আজ শনিবার দুপুর ১২টা থেকে বিক্ষোভ করছেন ব্যবসায়ী, ট্রাক চালক ও শ্রমিকরা।
বিক্ষোভকারী ব্যবসায়ী, ট্রাক চালক ও শ্রমিকরা জানান, পণ্য আনলোড-ডাউনলোড করতে আগে বুড়িমারী স্থলবন্দরে পার্কিং চার্জ গাড়ি প্রতি তিনশ টাকা করে দিতে হতো। আজ পূর্ব ঘোষণা ছাড়াই সেই পার্কিং চার্জ গাড়ি প্রতি ছয়শ টাকা করে আদায় করতে শুরু করেন বন্দর কর্তৃপক্ষ। এ কারণে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ করছেন তারা।
বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক শামিম আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের গাড়ি পার্কিং চার্জ বাড়ানোর আগে ঘোষণা দেওয়া উচিত ছিল। কিন্তু, তা না করে আকস্মিকভাবে দ্বিগুণ চার্জ আদায় শুরু করেছে। বন্দর কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগে আমরা ক্ষুব্ধ হয়েছি। আলোচনা ছাড়া আমরা অধিক চার্জ দিতে আগ্রহী নই।’
ট্রাক চালক শফিকুল ইসলাম বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ আকস্মিকভাবে গাড়ি পার্কিং চার্জ দ্বিগুণ আদায় করায় আমরা অবাক হয়েছি। বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত আমাদের ওপর থড়গের মতো।’
বুড়িমারী স্থলবন্দরের ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস (সিএন্ড এফ) এসোসিয়েশনের আহ্বায়ক রুহুল আমিন বাবুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
তবে, গাড়ি পার্কিং চার্জ দ্বিগুণ করার বিষয়টি অস্বীকার করে বুড়িমারী স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক শাহীন আলম সাংবাদিকদের বলেন, ‘চালকরা পণ্য ওঠা-নামা করতে বিলম্ব করে। এটা দ্রুত সরানো নিয়ে একটু ঝামেলা হয়েছে। কাস্টমস ইয়ার্ডে চার্জ বৃদ্ধি করা হলে অবশ্যই ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের পূর্ব ঘোষণা দিয়ে জানানো হবে।’
Comments