আয় উৎসারী খাতে জামানত ছাড়া ঋণ দেবে কৃষি ব্যাংক

আয় উৎসারী খাতে জামানত ছাড়াই ঋণ দেবে কৃষি ব্যাংক। মুজিব বর্ষ উপলক্ষে এক বছরের জন্য এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।
মানিকগঞ্জের দৌলতপুরের বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণবিতরণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। ছবি: স্টার

আয় উৎসারী খাতে জামানত ছাড়াই ঋণ দেবে কৃষি ব্যাংক। মুজিব বর্ষ উপলক্ষে এক বছরের জন্য এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় শোকদিবস উপলক্ষে ব্যাংকটির পক্ষ থেকে বন্যার্তদের ত্রাণ বিতরণপূর্ব এক সভায় একথা বলেন তিনি।

তিনি জানান, আগামী বছরের ১৬ মার্চ পর্যন্ত এই সুবিধা চালু থাকবে।

তিনি বলেন, ‘করোনার কারণে ব্যাংকটির পক্ষ থেকে কৃষক এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য চার শতাংশ সুদে বিশেষ ঋণ কার্যক্রম চালু হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা যাতে ঋণ নিয়ে তা কাজে লাগিয়ে সহজেই ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে। অনেকেই এই সুবিধার কথা জানেন না। তাদের জানাতে হবে।’

দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি ব্যাংকের মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের মুখ্য ব্যবস্থাপক সোহরাব জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মীর মোফাজ্জল হোসেন, উপমহাব্যবস্থাপক গাজীউর রহমানসহ।

সভা শেষে ৩০০ বন্যার্ত ব্যক্তির প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, চিড়া, চিনি, লবণ, সাবান দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

A loud scream, followed by complete silence

The teep was still visible on Labib's head. His innocent life was lost over a trivial matter

2h ago