ফেনীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ জন কারাগারে
ফেনীর ছাগলনাইয়ায় এক নারীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে ওই চার জনের জবানবন্দী নেওয়ার পর, তাদের কারাগারে পাঠানো হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাতে ধর্ষণের শিকার নারীর মামলার পর, রাতেই চার তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত চার জন হলেন, একরামুল হক পারভেজ (২০), নেজাম উদ্দিন (১৯), এমরান হোসেন (১৯) ও করিম উল্যাহ (২০)।
পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে ওই নারী গ্রামের বাজারে যাচ্ছিলেন। সে সময় অভিযুক্তরা তাকে জোর করে রাস্তার পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এবং অচেতন অবস্থায় ওই নারীকে ফেলে পালিয়ে যায়।
পরে, সন্ধ্যায় নিজে বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী, জানান ওসি।
ওসি জানান, শনিবার ওই চার তরুণকে ফেনীর আদালতে পাঠানোর পর তারা চার জনই ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
Comments