করোনা পজিটিভ হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: ডাক মহাপরিচালকের বরখাস্ত চেয়ে আইনি নোটিশ

করোনা পজিটিভ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যাওয়ায়, ডাক বিভাগের মহাপরিচালকের বরখাস্ত এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।
সুধাংশু শেখর ভদ্র। ছবি: ডাক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

করোনা পজিটিভ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে যাওয়ায়, ডাক বিভাগের মহাপরিচালকের বরখাস্ত এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

আজ শনিবার আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব ও মো. কাওসার যৌথভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং আইইডিসিআর এর পরিচালককে ইমেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র গত ১৪ আগস্ট গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ১২ আগস্ট ডাক মহাপরিচালক করোনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ নমুনা দেন এবং ১৩ আগস্ট পাওয়া রিপোর্ট অনুযায়ী তিনি কোভিড-১৯ পজিটিভ।

সুধাংশু শেখর ভদ্র সেদিন প্রধানমন্ত্রীর অনেক কাছাকাছি অবস্থান করেন উল্লেখ করে আইনি নোটিশে বলা হয়, করোনা পজেটিভ থাকার তথ্য গোপন করে তিনি আইন সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী তিনি অপরাধ করেছেন।

এ ঘটনার তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় নোটিশে।

এতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে জানিয়ে তারা প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিতে কোনও ঘাটতি আছে কিনা তাও তদন্তের দাবি জানান।

হুমায়ুন কবির পল্লব দ্য ডেইলি স্টারকে বলেন, আইনি নোটিশের পর যথাযথ ব্যবস্থা না নিলে, প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে তারা হাইকোর্টে একটি রিট পিটিশন করবেন।

Comments

The Daily Star  | English
Yunus meets Malaysian PM Anwar Ibrahim

Anwar Ibrahim to consider issue of Bangladeshi workers

Malaysian Prime Minister Anwar Ibrahim today promised to consider the issue of 18,000 Bangladeshi workers who missed a deadline to enter Malaysia saying that they need workers, but not "modern slaves"

6h ago