বুড়িমারী স্থলবন্দরে বিক্ষোভ প্রত্যাহার, ৬ ঘণ্টা পর চালু আমদানি-রপ্তানি বাণিজ্য
সমঝোতা হওয়ায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বিক্ষোভ প্রত্যাহার করেছেন ব্যবসায়ী, ট্রাকচালক ও শ্রমিকরা। প্রায় ৬ ঘণ্টা পর আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভ প্রত্যাহার হলে ওই স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আমদানি-রপ্তানি ব্যবসায়ীরা বসে সমঝোতা করেন।
ব্যবসায়ীরা জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ পূর্বের মতো গাড়ি পার্কিং চার্জ উত্তোলন করবেন তাই তারা বিক্ষোভ প্রত্যাহার করেছেন। আগে গাড়ি থেকে নৈশকালীন অবস্থানের জন্য ১৭১ টাকা ৩৬ পয়সা দিতে হতো না।
তাদেরকে গাড়ি পার্কিং এর জন্য শুধু প্রবেশ ফি ১৩১ টাকা ৭৯ পয়সা ও ওজন ফি বাবদ ৬৫ টাকা ৯২ পয়সা দিতে হতো। কিন্তু, বন্দর কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই নৈশকালীন অবস্থান ফি আদায় শুরু করলে তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ই দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী স্থলবন্দরে গাড়ি পার্কিং করলে প্রবেশ ফি, ওজন ফি ও রাত্রিকালীন ফি
বাবদ মোট ৩৬৯ টাকা দিতে হবে। কিন্তু, বুড়িমারী স্থলবন্দরে রাত্রিকালীন ফি দিতো না আর পূর্বে যারা কর্মরত ছিলেন তারাও বিভিন্ন চাপের কারণে তা আদায় করতেন না। সরকারি নিয়ম অনুযায়ী গাড়ি পার্কিং
এর জন্য রাত্রিকালীন ফি আদায় করতে গেলে ব্যবসায়ী, ট্রাকচালক ও শ্রমিকরা বিষয়টি অন্যখাতে প্রবাহিত করে বিক্ষোভ করেন।’
‘স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমরা আপাতত পূর্বের নিয়মে রাত্রিকালীন ফি বাদ দিয়ে গাড়ি পার্কিং এর ফি আদায় করবো। স্থলবন্দর কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী ফি আদায় করতে চায় আর এ বিষয়টি
আগামীকাল রোববার আমি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো,’ যোগ করেন তিনি।
তিনি দাবি করেন, বুড়িমারী স্থলবন্দরে অনিয়মটাই নিয়মে পরিণত হয়েছে।
আরও পড়ুন:
বুড়িমারী স্থলবন্দরে পার্কিং চার্জ দ্বিগুণ করার প্রতিবাদে আমদানি-রপ্তানি বন্ধ
Comments