মহাত্মা গান্ধীর চশমা ২ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি
মহাত্মা গান্ধীর ব্যবহার করা একজোড়া চশমা যুক্তরাজ্যের একটি নিলাম ঘরে দুই লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। এনডিটিভি জানায়, গান্ধী তার ব্যবহার করা দুটি চশমা ঘনিষ্ঠ একজনকে উপহার হিসেবে দিয়েছিলেন।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের ইস্ট ব্রিস্টল অপশন হাউস হানামে এক মাস আগে এই নিলাম শুরু হয়। দশ হাজার পাউন্ড থেকে ১৫ হাজার পাউন্ড পর্যন্ত চশমা দুটির সর্বনিম্ন দাম রাখা হয়েছিল।
আয়োজক অ্যান্ডি স্টোয়ি জানান, ‘এই চশমাগুলো শুধু দামের ক্ষেত্রে না, ঐতিহাসিক গুরুত্বের দিক থেকেও অকল্পনীয়। যখন আমরা এটাকে নিলামে তুলি, তখনও ভাবতে পারিনি এতোটা সাড়া পাবো।’
জানা গেছে, সাউথ গ্লুকোস্টেশায়ারের এক বৃদ্ধ এই চশমা দুটির মালিক। তার মেয়ের সঙ্গে যৌথভাবে নিলামে অংশ নেন তিনি।
১৯১০ থেকে ১৯৩০ সালের মধ্যে ব্রিটিশ পেট্রোলিয়ামের হয়ে দক্ষিণ আফ্রিকায় কর্মরত ছিলেন তিনি। সে সময় কোনও ভাবে তিনি মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসেন এবং তার ব্যবহৃত চশমা উপহার পান।
Comments