করাচিতে দাউদ ইব্রাহিমের ‘৩ বাংলো’
১৯৯৩ সালে মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিমের করাচিতে তিনটি বাংলো রয়েছে বলে পাকিস্তানের সরকারি নথিপত্রে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্যারিস-ভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএ) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী ও ১৯৯৩ সালে মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেওয়ায় পাকিস্তানকে ‘ধুসর তালিকাভুক্ত’ করেছে। এর ফলে অন্য দেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও দেশটিতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।
এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে করাচিতে দাউদ ইব্রাহিমের তিনটি বাড়ি রয়েছে বলে স্বীকার করেছে পাকিস্তান সরকার।
অপর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পাকিস্তান সরকারের দাবি অনুযায়ী দাউদের বর্তমান ঠিকানা: হোয়াইট হাউস, সৌদি মসজিদ ক্লিফটন করাচি। এছাড়া, করাচির ডিফেন্স হাউজিং অথরিটি ও নূরাবাদে দাউদের আরও দুটি বাংলো রয়েছে।
পাকিস্তানে দাউদের উপস্থিতি সম্পর্কে ক্রমাগত অস্বীকারের পর দেশটির সরকার এই আন্তর্জাতিক তালিকাভুক্ত সন্ত্রাসীর করাচিতে বাড়ি থাকার কথা স্বীকার করলো বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।
Comments