ফাইনালে বায়ার্নের বাড়তি সুবিধা দেখছেন পিএসজি কোচ

গেল এক দশকে তৃতীয় ও সবমিলিয়ে ১১তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন। অন্যদিকে, প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে পিএসজি।
psg coach tuchel
ছবি: এএফপি

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ টমাস টুখেলের মতে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বাড়তি সুবিধা পাবে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। কারণ হিসেবে ক্লাব ফুটবলের শীর্ষ স্তরে জার্মান বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি।

রবিবার ইউরোপের সেরা ক্লাব আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন ও পিএসজি। পর্তুগালের রাজধানী লিসবনের স্তাদিও দা লুজে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

গেল এক দশকে তৃতীয় ও সবমিলিয়ে ১১তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে বায়ার্ন। আগের দশ ফাইনালের পাঁচটিতে জিতেছে বাভারিয়ানরা, হেরেছেও সমানসংখ্যক ম্যাচে। পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে এই প্রতিযোগিতার শিরোপাজয়ী ক্লাবগুলোর তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে আছে হ্যান্সি ফ্লিকের দল।

অন্যদিকে, প্রথমবারের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে পিএসজি। ৪১তম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীরা। আর ২৩তম দল হিসেবে শিরোপা জেতার হাতছানি প্যারিসিয়ানদের সামনে।

বড় মঞ্চে দুদলের অভিজ্ঞতার ফারাক তুলে ধরে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘বায়ার্ন বড় বড় ম্যাচ খেলতে অভ্যস্ত হওয়ার কারণে সুবিধাজনক অবস্থায় আছে।’

‘তারা একটি দুর্দান্ত ক্লাব। এটা (অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা) কোনো ছোট সুবিধা নয়। তবে এটাই যে (ম্যাচের) ভাগ্য গড়ে দেবে তা-ও না।’

প্রেসিং ফুটবল খেলে পিএসজির রক্ষণে চাপ সৃষ্টি করবে বায়ার্ন, তা ভালো করে জানা আছে টুখেলের। তবে তিনি জোরের সঙ্গে বলেছেন, তার শিষ্যরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি।

‘বায়ার্নের বিপক্ষে লড়াই করা হলো দুর্দান্ত একটি চ্যালেঞ্জ। তবে আমরাও যোগ্য দল হিসেবে এখানে (ফাইনালে) এসেছি। তবে সত্যিকার অর্থেই এটা অনেক কঠিন হবে।’

‘তাদের খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে অত্যন্ত দক্ষ। তবে কোনো না কোনো ফাঁক সবসময়ই থাকে এবং সব (সমস্যারই) সমাধান থাকে। স্বাধীনতা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলা এবং সুযোগের সন্ধান করা- এসবের একটি মিশ্রণ তৈরি করতে হবে আমাদের।’

চলতি আসরে দশ ম্যাচে ৪.২ গড়ে ৪২ গোল করেছে বায়ার্ন। বিপরীতে, সমান সংখ্যক ম্যাচে পিএসজি হজম করেছে মাত্র ৫ গোল। তাছাড়া, জমাট রক্ষণের পাশাপাশি দলটির আক্রমণভাগে আছেন নেইমার-কিলিয়ান এমবাপের মতো তারকা। তাই ফাইনালে কৌশল বদল করার পরিকল্পনা নেই টুখেলের।

‘ফাইনাল বড় পরিবর্তন আনার জন্য উপযুক্ত সময় নয়। তাই আমরা (বরুসিয়া) ডর্টমুন্ড, আতালান্তা ও (আরবি) লাইপজিগের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, সেভাবেই প্রস্তুতি নিব।’

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

47m ago