স্ত্রী-পুত্রসহ করোনায় আক্রান্ত ধর্মসচিব নূরুল ইসলাম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, তার স্ত্রী ফিরোজা বেগম ও পুত্রের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার ধর্মসচিব নিজেই বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে আমি ও আমার স্ত্রী রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ভর্তি হয়েছি। আর আমাদের ছেলে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছে।’
‘বিগত কয়েকদিন ধরে আমাদের জ্বর অনুভূত হচ্ছিল। গতকাল রাতে পাওয়া ফলেই আমরা করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জেনেছি এবং হাসপাতালে ভর্তি হয়েছি’, যোগ করেন তিনি।
ধর্মসচিব আরও বলেন, ‘বর্তমানে আমরা ভালো আছি। কোভিড-১৯ এর কারণে গুরুতর কোনো শারীরিক জটিলতা আমাদের নেই।’
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন তিন হাজার ৯৪১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন।
Comments