পেরুর নৈশক্লাবে পুলিশি অভিযান, পদপিষ্ট হয়ে নিহত ১৩
পেরুর রাজধানী লিমার একটি নৈশক্লাবে পদপিষ্ট হয়ে ১৩ জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। ক্লাবটিতে পুলিশি অভিযান চলাকালে এ পদপিষ্টের ঘটনা ঘটে।
পেরুভিয়ান জাতীয় পুলিশের জেনারেল অরল্যান্ডো ভেলাস্কো মুজিকা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিএনএন জানায়, গতকাল শনিবার লিমার লস অলিভোস জেলার থমাস রেস্টোবার নামের নৈশক্লাবে চলমান পার্টি বন্ধ করতে অভিযান চালায় পুলিশ। সেসময় পার্টিতে ১২০ জনের বেশি লোক অংশ নিয়েছিলেন।
করোনাভাইরাস মহামারি রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে পেরুর সরকার। দেশটিতে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং সারাদেশে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, পেরুতে এ পর্যন্ত ৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ২৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
Comments