গাজীপুরে ২ পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
গাজীপুরের শ্রীপুরে দুই পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
ধর্ষণের অভিযোগকারীদের একজন রোববার শ্রীপুর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন শ্রীপুরের বিধাই গ্রামের শাহিনুল, কালাম, জাহাঙ্গীর, মোকসেদুল এবং বাবু। এদের মধ্যে শাহিনুল বাদে অন্যরা গ্রেপ্তার হয়েছেন।
অভিযোগকারী ও তাদের স্বজনেরা জানান, ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া গ্রামের আকবর স্পিনিং মিল থেকে শুক্রবার বিকেলে ওই দুজন পার্শ্ববর্তী শ্রীপুরের একটি গ্রামে খামারে ঘুরতে যান। এ সময় অভিযুক্তরা ভয় দেখিয়ে দুই জনকে খামারের আলাদা দুটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন জানান, ওই দুই পোশাক শ্রমিক ঘটনাটি তাদের পরিবারকে জানালে রোববার সকালে তারা থানায় মামলা করেন। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments