কক্সবাজার উপকূলে ১৩ লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কক্সবাজার সমুদ্র উপকূল থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২২ আগস্ট থেকে সমুদ্রে আমরা একটি সন্দেহভাজন ট্রলারকে নজরে রেখেছিলাম। আমাদের অবস্থান টের পেয়ে ট্রলারটি আরও গভীর সমুদ্রে চলে যায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চার নম্বর সতর্ক সংকেতের কারণে উপকূলে ফিরে আসতে বাধ্য হলে আমরা ট্রলারটিকে জব্দ করি। পরে ট্রলার থেকে তল্লাশি চালিয়ে ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় দুজন রোহিঙ্গাকে আটক করা হয়।’
আটক দুই রোহিঙ্গার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
Comments