শামীম আহসানকে ইতালির রাষ্ট্রদূত নিয়োগ
বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে কর্মরত শামীম আহসানকে ইতালির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র বিভাগের ১১তম ব্যাচের ক্যাডার শামীম আহসান কুয়েত সিটি, দোহা, নাইরোবি, রোম ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
তিনি নিউইয়র্কে বাংলাদেশ কনসুল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে শামীম আহসান স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বিবাহিত ও এক কন্যার জনক।
Comments