রশিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতন ও ‘চুরি’র মামলা: গ্রেপ্তার ৩ নারীর জামিন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গরু চুরির মামলায় গ্রেপ্তার পাঁচ জনের মধ্যে তিন নারীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার সকালে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব কুমার দেব তাদের জামিন মঞ্জুর করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইলিয়াস আরিফ। তিনি বলেন, ‘আজ সকালে মামলার পাঁচ আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এরপর তাদের জামিনের আবেদন করলে আদালত তিন নারীর জামিন মঞ্জুর করেন।’
মামলার পাঁচ আসামি হলেন— মো. ছুট্টু, এমরান, পারভীন, সেলিনা আকতার শেলী ও রোজিনা আকতার। এর মধ্যে পারভীন, সেলিনা আকতার শেলী ও রোজিনা আকতার আজ জামিন পেলেন।
এর আগে, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে গরু চুরিকে কেন্দ্র করে তিন নারীসহ পাঁচ জনকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ, তাদের মধ্যে এক মা ও তার মেয়েকে বর্বর কায়দায় হাত ও কোমরে রশি বেঁধে রাস্তায় শত শত লোকের সামনে হাঁটানো এবং নির্যাতনের শিকার পাঁচ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় গরু চুরির মামলা করা হয়েছে। পরে আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। এই ঘটনার তদন্তে গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
Comments