ফিলিপাইনে বোমা হামলায় নিহত ১৫, আহত ৭৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে আত্মঘাতী বোমাসহ দুটি বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক আছেন।
ছবি: এএফপি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে আত্মঘাতী বোমাসহ দুটি বোমা হামলায় ১৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক আছেন।

আজ সোমবার দুপুরে এসব বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জাকার্তা পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়ছে।

প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টার ব্যবধান বোমা দুটি সুলো দ্বীপের মূল শহরে বিস্ফোরিত হয়। এই এলাকাটি জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের যুক্ত আবু সায়েফের শক্ত ঘাটি হিসেবে পরিচিত।

ফিলিপাইনের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার দুপুরের দিকে সেনাবাহিনীর পার্ক করা দুটি ট্রাকের কাছাকাছি একটি মোটরসাইকেল আসার পরপরই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়।

এরপর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শনের সময় একজন আত্মঘাতী হামলাকারী তার ডিভাইসটি বিস্ফোরণ করে নিজেকে এবং বেশ কয়েকজনকে হত্যা করে।

এ দুই বিস্ফোরণের ঘটনায় সুলোর নিরাপত্তা বাহিনীর আট সদস্য, ছয় বেসামরিক নাগরিক ও হামলাকারী নিহত হন। এছাড়াও, ২৭ নিরাপত্তা কর্মী এবং ৪৮ বেসামরিক নাগরিক আহত হন।

দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক বলেন, ‘জোলায় বিস্ফোরণের ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাই। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।’

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

12h ago