আরও ৬ মাস কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী
ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পদে সোনিয়া গান্ধীই থাকছেন৷ আগামী ৬ মাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচিত করা হবে৷ এই ছয় মাস তিনি অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সাত ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে চিঠি ফাঁসের বিষয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘আমি দুঃখ পেয়েছি৷ কিন্তু, তারা আমার সহকর্মী৷ তাই সব ভুলে চলুন একসঙ্গে কাজ করি৷’
ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিন জানায়, সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতে চিঠি পাঠানো নেতাদের সমালোচনা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সোনিয়াকে গান্ধীকে কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।
চিঠির সময় নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তীব্র নিন্দা করে রাহুল বলেন, ‘সোনিয়া গান্ধীকে এমন সময় চিঠি পাঠানো হয়েছে, যখন তিনি অসুস্থ ছিলেন।’
Comments