কক্সবাজারে মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৩
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাংয়ে মা-মেয়েকে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাত ৩ টার দিকে তাদের হারবাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর হারবাং বৃন্দাবনখীল গ্রামের মাহবুবুল হকের ছেলে নজরুল ইসলাম (১৯), ইমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০) ও জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন (২৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হারবাং ফাঁড়ির একদল পুলিশ সোমবার ভোর রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে। আজ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সভাপতি মিরানুল ইসলাম এখনো গ্রেপ্তার হননি।
আরও পড়ুন:
রশিতে বেঁধে মা-মেয়েকে নির্যাতন ও ‘চুরি’র মামলা: গ্রেপ্তার ৩ নারীর জামিন
Comments