ইংল্যান্ড ও অ্যান্ডারসনকে অপেক্ষায় রাখল প্রতিকূল আবহাওয়া

খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান করেছে আজহার আলির দল
james anderson
ছবি: রয়টার্স

সুয়িংয়ের পসরায় প্রথম ইনিংসেই ৬০০ উইকেটের কাছে চলে গিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। পাকিস্তানকে ফলোঅন করিয়ে চতুর্থ দিনে বৃষ্টি বাধার মাঝে আরও ১ উইকেট নিয়ে মাইলফলকের কিনারে পৌঁছে যান ইংলিশ পেসার। তবে আলোকস্বল্পতা বাড়িয়েছে তার ইতিহাস গড়া আর দলের জয়ের অপেক্ষা।

সাউদাম্পটন টেস্টের চতুর্থ দিন রাজত্ব করেছে ইংল্যান্ডের চির পরিচিত গোমরা আকাশ। আগেভাগে খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান করেছে আজহার আলির দল। ইনিংস হার এড়াতেই এখনো তাদের চাই ২১০ রান।

আর ইতিহাসের প্রথম পেসার হিসেবে ছয়শো উইকেটের মাইলফলক স্পর্শ করতে অ্যান্ডারসনের দরকার আর মাত্র এক উইকেট।

এদিন খেলা হয়েছে মোট ৫৬ ওভার। যার ২৩ ওভারের বেশি খেলেছেন দুই ওপেনার শান মাসুদ আর আবিদ আলি। ইনিংস হার এড়াতে দীর্ঘ সময় টিকে থাকার লক্ষ নিয়ে ব্যাট করছিলেন তারা। ২৪তম ওভারে দলের ৪৯ রানে এ জুটি ভাঙ্গেন স্টুয়ার্ট ব্রড। শান মাসুদকে এলবিডব্লিওর ফাঁদে ফেলে ছাঁটেন তিনি।

আরেক ওপেনার আবিদ আলিকে নিয়ে এরপর লম্বা সময় পার করেছেন আজহার। ২৬ ওভারের বেশি টিকে জুটিতে ৩৯ রান আনেন তারা। আবিদকে এলবিডব্লিও করে জুটি ভাঙ্গেন অ্যান্ডারসন। যেভাবে বল করছিলেন মনে হচ্ছিল যেকোনো বলেই আসতে পারে কাঙ্খিত মাইলফলক স্পর্শের  মুহূর্ত। কিন্তু বেরসিক আকাশ গোমরা হয়ে অপেক্ষা বাড়িয়ে দেয় তাদের।

সাউদাম্পটন টেস্টের শেষ দিনেও আছে বৃষ্টির পুর্বাভাস। তিন টেস্টের প্রথমটি জিতে শুরুতেই সিরিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। বৃষ্টিতে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় এই টেস্টর উপর নির্ভর করছে সিরিজের ফল।

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago