সি আর দত্তের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার এক শোক বার্তায় তিনি সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বীর উত্তম সি আর দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে সি আর দত্তের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মতো বীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’
Comments