দীর্ঘমেয়াদি বন্যায় সিরাজগঞ্জের ৭৭২টি পুকুর ক্ষতিগ্রস্ত

দীর্ঘমেয়াদি বন্যায় দেশে মাছের চাহিদা পূরণের বৃহৎ উৎস সিরাজগঞ্জের চলন বিলের ৭৭২টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতায় ভেসে গেছে বড় মাছ। আজ মঙ্গলবার সকালে জেলা মৎস কর্মকর্তা মো. সাহেদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত কয়েক মাসে টানা বন্যায় ১৫৫ মেট্রিক টনের বেশি মাছ ভেসে গেছে। জেলা মৎস অধিদপ্তর ক্ষতির পরিমাণ জানিয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দিয়েছে। স্থানীয় মাছ চাষিদের পুনর্বাসনের জন্য দুই কোটি ৪৮ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে।’
Comments