একনেকে ২৫৭০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক সভায় দুই হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব খরচের মধ্যে এক হাজার ৪৮৫ কোটি ১৩ লাখ টাকা দেবে সরকার, সংস্থার নিজস্ব তহবিল ৮২ কোটি ৬০ লাখ, বিদেশি ঋণ ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা এবং ইউরোপীয় ইউনিয়নের অনুদান ১১৩ কোটি ৮৯ লাখ টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক সভায় দুই হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব খরচের মধ্যে এক হাজার ৪৮৫ কোটি ১৩ লাখ টাকা দেবে সরকার, সংস্থার নিজস্ব তহবিল ৮২ কোটি ৬০ লাখ, বিদেশি ঋণ ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা এবং ইউরোপীয় ইউনিয়নের অনুদান ১১৩ কোটি ৮৯ লাখ টাকা।

আজ মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।

আজ অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্প; মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প; ডিপিসিসির আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন প্রকল্প; গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প; এবং শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি) প্রকল্প।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন। এছাড়াও একনেক সভায় যোগ দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of 726 people who died during the student-led mass protests in July and August.

47m ago