সুয়ারেজসহ ৪ খেলোয়াড়কে নতুন ক্লাব খুঁজতে বলেছেন কোমান?

ছবি: এএফপি

ফুটবল ক্লাব বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। চলতি মৌসুমেও লিওনেল মেসির পর তার গোলই সবচেয়ে বেশি। কিন্তু এ তারকাকে আর রাখতে চাইছেন না ক্লাবটি। নতুন কোচ রোনাল্ড কোমানের পরিকল্পনায় নেই তিনি। সঙ্গে ইভান রাকিতিচ, আলেক্স ভিদাল ও স্যামুয়েল উমতিতিও নেই তার পরিকল্পনায়। তাই তাদের নতুন ক্লাব খুঁজতে বলেছেন বলে জানিয়েছে স্প্যানিশ রেডিও আরএসি১।

সংবাদ অনুযায়ী, এর মধ্যেই সুয়ারেজসহ বাকি খেলোয়াড়দের নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন কোমান। যে কারণে এর মধ্যেই বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করা নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছেন সুয়ারেজের আইনজীবীরা। এমনটা ক্ষতিপূরণ হিসেবে কতো টাকা দেওয়া হবে তা নিয়ে দেন দরবার চলছে। তবে বাকি তিন খেলোয়াড়ের ব্যাপারটি অবশ্য খোলাসা করে বলা হয়নি সে প্রতিবেদনে।

অথচ আগামী বছর স্বাভাবিক নিয়মেই বাতিল হয়ে যেত সুয়ারেজের বর্তমান চুক্তি। কারণ চুক্তি অনুযায়ী ২০২১ সালে রয়েছে চুক্তির মেয়াদ। তবে এর মধ্যে শর্ত রয়েছে একটি। শেষ মৌসুমে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে এক বছর চাইলেই চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন সুয়ারেজ। সে কারণেই হয়তো কোনো ঝুঁকি নিতে চাইছে না ক্লাবটি। অন্যতম শীর্ষ বেতনধারী খেলোয়াড়কে আগেই বিদায় করে খরচ কমানোও উদ্দেশ্য তাদের।

সংবাদ অনুযায়ী, চুক্তি বাতিলের বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন সুয়ারেজ। মাত্র ৬০ সেকেন্ডের একটি ফোন কল দিয়ে তাকে পরিকল্পনায় না রাখার কথা জানিয়েছেন কোমান। এছাড়া বায়ার্ন মিউনিখের সঙ্গে বিধ্বস্ত হওয়ার পর থেকে তার সঙ্গে কোনো কথাই বলেননি ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ।

এ চার খেলোয়াড়ের চুক্তি বাতিলের বিষয়টি জানা গেলেও সের্জিও বুসকেতস, জেরার্দ পিকে ও জর্দি আলবার বিষয় এখনও অনিশ্চিত রয়েছে। কারণ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এরমধ্যেই আলবার বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছে ক্লাবটি। ক্লাবটি অবশ্য দুই একজন ছাড়া ৩০ বছরের বেশ বয়সী খেলোয়াড়দের ধরে রাখতে চাইছে না বলেই জানা গেছে।

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

A revered Bangladeshi musicologist, author, and television figure, Mustafa Zaman Abbasi passed away at 7:00am today at the age of 87.

54m ago