বাংলাদেশে ৩ বছরে ৭৬ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম
গত তিন বছরে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ৭৬ হাজার শিশু জন্ম নিয়েছে। বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া এই শিশুদের সংখ্যা মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় নয় শতাংশ।
শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এ বছরের ৩১ মে পর্যন্ত কক্সবাজারে শরণার্থী শিবিরগুলোতে তিন বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৭৫ হাজার ৯৭১। সেভ দ্য চিলড্রেন বলেছে, এই শিশুরা যে পরিবেশে বেড়ে উঠছে তা তাদের বিকাশের জন্য উপযুক্ত নয়। সেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ খুব সীমিত, নাগরিকত্ব না থাকায় চলাফেরার স্বাধীনতা নেই। সম্পূর্ণভাবে সাহায্যের ওপর নির্ভর করে তাদের বাঁচতে হচ্ছে।
তিন বছর আগে ২৫ আগস্ট থেকে কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা তিন লাখ শরণার্থীর সঙ্গে তারা যুক্ত হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএচসিআর এর ২০১৯ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী, ২১টি শিবিরে থাকা শরণার্থীদের মধ্যে ২৫ শতাংশেরই বয়স সাত বছরের কম।
Comments