মালয়েশিয়ান পতাকা অবমাননার অভিযোগে ৪ বাংলাদেশি আটক
ট্রাকের সামনে উল্টো করে মালয়েশিয়ার পতাকা উড়ানোয় চালক ও চার জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।
সেদেশের সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, গতকাল সোমবার তাদের আটক করা হয়।
গমবাক পুলিশ প্রধান এসিপি আরিফাই তারাউই জানান, এ ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে তারা অভিযোগ পেয়েছেন।
তিনি জানান, রাওয়াংয়ের বান্দার কান্ট্রি হোমসের একটি মসজিদের সামনে ঘটনাটি দেখার পর অভিযোগকারী ট্রাকটিকে থামান এবং চালককে তিরস্কার করেন। তিনি পুরো ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
গতকাল এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তা আরিফাই তারাউই বলেন, ‘এ ঘটনায় ওই ব্যক্তি পাঁচ জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পরে ৪৮ বছর বয়সী ট্রাকচালক ও ৩০ থেকে ৪৩ বছর বয়সী চার বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়। শ্রমিকেরা স্থানীয় একটি কারখানায় কাজ করেন।’
আজ মঙ্গলবার তাদের রিমান্ডে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
Comments