শীর্ষ খবর

কাবুলে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী সাবা সাহার গুলিবিদ্ধ

আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী সাবা সাহার গুলিবিদ্ধ হয়েছেন।
সহকর্মীর সঙ্গে আফগান চলচ্চিত্র নির্মাতা সাবা সাহার। ছবি: টুইটার থেকে নেওয়া

আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী সাবা সাহার গুলিবিদ্ধ হয়েছেন।

বিবিসি জানায়, মঙ্গলবার, কাবুলে নিজের গাড়িতে করে কাজে যাওয়ার সময় রাস্তায় এক বন্দুকধারী তার গাড়িতে গুলি চালায়। এসময় তার দেহরক্ষী এবং গাড়িচালকও গুলিতে আহত হয়েছেন।

৪৪ বছর বয়সী এই নির্মাতার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সাহার আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। নারী অধিকার ও চলচ্চিত্র শিল্পের অগ্রগতির জন্য কাজ করেছেন তিনি।

একজন পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সাবা সাহার। প্রশিক্ষণও নিয়েছেন তিনি। বর্তমানে তিনি আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। তার অধিকাংশ চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানেই তিনি বিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার।

মঙ্গলবার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সম্প্রতি চলচ্চিত্র অভিনেতা, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মীদের উপর হামলার ঘটনা বেড়েছে, যা ‘অত্যন্ত উদ্বেগজনক’।

Comments

The Daily Star  | English

BNP to enforce 36-hour blockade from Tuesday

The BNP and its allies have announced a 36-hour road-rail-waterway blockade in Bangladesh from Tuesday morning to protest the Election Commission's announcement of the schedule for the next national election announced by the Election Commission (EC)

50m ago