বাঁকখালী নদীর ক্ষতি করায় পাউবোকে ১০ লাখ টাকা জরিমানা

অপরিকল্পিতভাবে বালু তুলে কক্সবাজারের বাঁকখালী নদীর ক্ষতি করায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কে ১০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল সোমবার বন্দর নগরীর খুলশীতে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে এ বিষয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ দ্য ডেইলি স্টারকে জানান, পাউবো বাঁকখালী নদীতে এস এম ঘাটের কাছে খনন করার জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। নদী ও পরিবেশের ওপর খননের প্রভাব মূল্যায়ন করেনি পাউবো। এ ছাড়া, পরিবেশ অধিদপ্তরের কাছ থেকেও পূর্ব অনুমোদনও নেওয়া হয়নি। নদী থেকে বালু তোলার পর বালু সংরক্ষণের কোনো জায়গাও তারা ঠিক করেনি।
তিনি আরও বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানটি অপরিকল্পিতভাবে খনন করে পাশের আবাদি জমিতে বালু ফেলে রাখে। এতে জমি ও নদী উভয়েরই ক্ষতি হয়েছে।’
এসব কারণে পাউবোকে ১০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট ভাটাসহ আরও আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান।
Comments