বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৮০ কেজি চাল উদ্ধার

Bogura-1.jpg
উদ্ধারকৃত সরকারি চাল। ছবি: স্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলার অমরদিঘি বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৮০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই গ্যারেজে অভিযান চালিয়ে ৮৬ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) চাল জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানান শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আম্বার হোসেন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘বস্তাগুলোর গায়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি লেখা আছে। সে কারণেই চালগুলো জব্দ করেছি। আমরা উপজেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা যদি নিশ্চিত করেন যে এগুলো সরকারি চাল, তবে সঙ্গে সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গ্যারেজের মালিক জিয়াউর রহমান বলেন, ‘এক ব্যক্তি আমার গ্যারেজে এই চাল রেখে গেছেন। পুলিশ আসার পরে জানতে পারি চালগুলো সরকারি।’

তবে কে সেই ব্যক্তি সে বিষয়ে তিনি কিছু জানাননি।

পুলিশ কর্মকর্তা আম্বার হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি কে এই চালগুলো গ্যারেজে রেখে গেছেন। খাদ্য কর্মকর্তা নিশ্চিত করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago