ভারতে পাচারকালে শার্শা সীমান্তে সাড়ে ১১ মণ ইলিশ জব্দ
ভারতে পাচারকালে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি সদস্যরা।
আজ বুধবার খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
বিজিবি জানায়, গত রাতে গোগা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ উদ্ধার করা হলেও বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দ ইলিশের মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ জব্দ করা হয়। এসব মাছ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গোগার একটি এতিমখানার শিশুদের দেওয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনিসিডিল, মদ, গাঁজা ও রূপা নিয়ে আসছে। আর বাংলাদেশ থেকে সোনা, ডলার ও ইলিশ মাছ পাচার করছে। বিজিবি মাঝে মধ্যে অভিযান চালিয়ে বেশ কিছু চালান আটক করেছে।
Comments