শিক্ষামন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে জিডি

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে দুটি ফেসবুকে আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Digital security act
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে দুটি ফেসবুকে আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ বুধবার সকালে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার চাঁদপুর সদর মডেল থানায় এই জিডি করেন।

এতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী দীপু মনির নামে মিলি সুলতানা এবং জাইমা রহমান নামের দুটি আইডি থেকে মিথ্যা, বনোয়াট তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যা একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এবং এগুলো দণ্ডনীয় অপরাধ। প্রকৃতপক্ষে দীপু মনির মতো সৎ এবং যোগ্য রাজনীতিকের নামে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে অস্থিরতা সৃষ্টি হবে। তাই ওই দুই আইডির বিরুদ্ধে তদন্তপূর্বক সামাজিক নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, ‘জিডির মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও শিক্ষামন্ত্রী দীপু মনির নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় অধ্যক্ষ রতন কুমার মজুমদার চাঁদপুর মডেল থানায় আরও একটি সাধারণ ডায়েরি করেছিলেন।’

এ ধরণের অপপ্রচার করায় ইতোমধ্যে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ৩ শিক্ষক কারাগারে আছেন। তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

1h ago