করোনায় কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসির মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে শেষ মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৪ আগস্ট ওসি আরিফুরের করোনা শনাক্ত হয়। প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এরপর ১৮ আগস্ট তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঐ দিনই রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পরিস্থিতির আরও অবনতি হয়।’
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত ডেইলি স্টারকে বলেন, ‘ওসি এসএম আরিফুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।’
আরিফুরের মরদেহ খুলনায় গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ওসি আরিফুরের এক বছরের মেয়ে রয়েছে।
Comments