জীবন আলাউদ্দিনদেরও!
ক্যানসার আক্রান্ত আলাউদ্দিনের (৫৮) বাড়ি লক্ষীপুর। করোনা পরীক্ষা করাতে না পারায় গত ১২ আগস্ট থেকে তার ক্যানসার চিকিৎসা বন্ধ। করোনা পরীক্ষা ছাড়া হাসপাতাল তার ক্যানসার চিকিৎসা করতে রাজি নয়। ১৫ দিন চিকিৎসাহীন থেকে অবশেষে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে গতকাল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বসে অপেক্ষা করছেন আলাউদ্দিন!
সারাদেশে লাখো আলাউদ্দিন আছেন, আছে চিকিৎসা নিয়ে বড় বড় কথাও। আলাউদ্দিনদের চিকিৎসার ব্যবস্থা কতটা আছে? উত্তর আছে আপনার কাছে, আছে কারও কাছে?
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অপেক্ষারত আলাউদ্দিনের ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এসকে এনামুল হক।
Comments