পাটুরিয়ায় আটকা পড়েছে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক
পদ্মা নদীতে স্রোত তীব্র হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পার করায় আটকা পড়ছে পণ্যবাহী ট্রাক। পাটুরিয়া ঘাট এলাকায় এখন পর্যন্ত চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপারে সময় কিছুটা বেশি লাগছে। যাত্রীবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। যে কারণে ঘাট এলাকায় ট্রাক আটকা পড়েছে। ট্রাক টার্মিনালে আড়াই শ ট্রাক পারের অপেক্ষায় আছে। গণপরিবহনের চাপ কিছুটা কমলে ফাঁকে ফাঁকে ট্রাকগুলো পার করা হচ্ছে।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত (ওসি) ফিরোজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল থেকেই ফেরি ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের চাপ বেড়ে যায়। ঘাট এলাকায় যানজট এড়াতে উথুলী সংযোগ সড়ক ও শিবালয় থানা সড়কে দেড় শ ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকার চাপ কমলে এখান থেকে পর্যায়ক্রমে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে।’
Comments