নাখালপাড়া থেকে দম্পতির মরদেহ উদ্ধার
রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল ১০টার দিকে নাখালপাড়ায় একটি এনজিও অফিস থেকে আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানার (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। ফারজানা ওই অফিসে আয়ার কাজ করতেন। আসমত মাছ ব্যবসায়ী। ফারজানার মরদেহ মেঝেতে ছিল, আসমতের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পরে আসমত আত্মহত্যা করেন।’
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করছে। পুলিশ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করছে— বলেন কামাল উদ্দিন।
Comments