করোনা ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সহায়তা ও বিতরণে জন্য সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল)।
আজ শুক্রবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এক বিবৃতিতে জানায়, ভ্যাকসিন তৈরি হলে তারা বাংলাদেশে সেটি সরবরাহকারী ‘অন্যতম সংস্থা’ হিসেবে কাজ করবে।
যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি, গেটস ফাউন্ডেশন ও গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্সের (জিএভিআই) যৌথ উদ্যোগে সারাবিশ্বে সরবরাহের জন্য এক বিলিয়নের বেশি করোনা ভ্যাকসিন তৈরিতে অংশ নিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
বেক্সিমকো জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী ভ্যাকসিনের মূল্যের সঙ্গে সমন্বয় রেখে সেরামকে অর্থসংস্থান করবে তারা।
বিশ্ববাজারে এই ভ্যাকসিন অনুমোদন পেলে বাংলাদেশ তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলেও জানিয়েছে বেক্সিমকো।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রয়োজন নিশ্চিত করতে কাজ করবে বেক্সিমকো। বাংলাদেশ সরকার ও এসআইআই’র মধ্যকার চুক্তি মূল্যে সরবরাহের জন্য চাহিদামাফিক ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহের সুযোগ পাবে বেক্সিমকো।
বেক্সিমকো বাংলাদেশে খোলা বাজারেও ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করবে বলে বিবৃতিতে জানানো হয়।
এসআইআই’র প্রধান নির্বাহী আদর সি পুনাওয়ালা ও বিপিএল’র প্রিন্সিপাল শায়ান এফ রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘দুই দেশের প্রতিনিধি হিসেবে একসঙ্গে আমরা কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট সংকট নিরসনে অনেক দূর এগিয়ে যাব।’
Comments