মেসির প্রস্তাবে বার্সার ‘না’

কেবল এক শর্তেই মেসির সঙ্গে আলোচনায় বসবে বার্সা।
messi
ফাইল ছবি: রয়টার্স

বিনা ট্রান্সফার ফিতে লিওনেল মেসির দল ছাড়ার বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, উদ্ভূত সংকট নিরসনে বন্ধুত্বপূর্ণ সমাধানের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড বৈঠকের যে প্রস্তাব দিয়েছিলেন, তা প্রত্যাখ্যান কাতালান ক্লাবটি।

বার্সা তাদের আগের অবস্থানে অবিচল। রিলিজ ক্লজের পুরো অর্থ (৭০০ মিলিয়ন ইউরো) বুঝে না পেলে মেসিকে ছাড়বে না তারা।

স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একই দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারে বার্সা। তবে সমঝোতার জন্য নয়। তারা বলছে, তার দল ছাড়ার জন্য খরচ পড়বে ৭০০ মিলিয়ন ইউরো, যা তার রিলিজ ক্লজ।’

আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর আগে জানিয়েছিলে, আজীবনের ক্লাব বার্সেলোনার সঙ্গে আইনি লড়াইয়ে যেতে চান না মেসি। জড়াতে চান না কোনো প্রকাশ্য বিরোধে। তাই চুক্তির যে বিশেষ ধারা সক্রিয় করে বিনামূল্যে ক্লাব ছাড়তে চেয়েছেন, তা নিয়ে আলোচনা করতে বোর্ড কর্তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে মার্কা জানিয়েছে, কেবল এক শর্তেই মেসির সঙ্গে আলোচনায় বসবে বার্সা। যদি তিনি নিজের সিদ্ধান্ত পুরোপুরি পাল্টে চুক্তি নবায়ন করতে চান, তাহলে। অবশ্য এমন কিছু ঘটার সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে।

আগামী সোমবার থেকে নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে অনুশীলন শুরু করবে বার্সেলোনা। তার আগে রবিবার পিসিআর পরীক্ষায় অংশ নেবে দলটির ফুটবলাররা। মেসি সেখানে যোগ দেন কিনা সেটাই এখন দেখার পালা।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

3h ago