বরগুনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১০
বরগুনার আমতলীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ৩ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে আমতলী এলাকার ছুরিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহত খলিলুর রহমান চৌকিদার (৪০) পটুয়াখালী জেলার কলাপাড়ার কানাইমৃধা গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে।
আমতলী থানার পুলিশ জানায়, মোটরসাইকেল চালক খলিলুর রহমান সৈকত ফিলিং ষ্টেশন থেকে পেট্রোল নিয়ে সড়কে উঠছিল। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইউনা ক্লাসিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয় এবং বাসের ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার বলেন, ‘গুরুতর আহত আমিন উদ্দিন জোমাদ্দার, মিরাজ মুন্সি ও জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছ। অন্য আহতরা আমতলী হাসপাতালে চিকিৎসাধীন।’
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদারসহ পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করলেও বাসের চালক, সুপারভাইজার, হেলপার কাউকেই আটক করতে পারেনি।
Comments