বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে ৫ টন পিপিই দিয়েছে অস্ট্রেলিয়া
করোনাভাইরাস সংক্রমণ রোধে সহায়তার জন্য প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচির আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পাঁচ টন ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) দিয়েছে অস্ট্রেলিয়া।
আজ শনিবার ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ের বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে এই পিপিই হস্তান্তর করেন।
অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে দেওয়া পিপিই সামগ্রীর মধ্যে রয়েছে ১২ হাজার উচ্চমানের জামা এবং দুই লাখ গ্লাভস।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়ের বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতিতে প্রথমসারিতে লড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই সহায়তার বিষয়টি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে দৃঢ় সম্পর্ককে তুলে ধরেছে।’
Comments