যান্ত্রিক ত্রুটি: ফরিদপুরে ৩ দিন ধরে বন্ধ করোনা শনাক্তকরণ ল্যাব

স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবটি গত তিন দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

ফলে গত বৃহস্পতিবার থেকে ফরিদপুর, গোপালগঞ্জ জেলার করোনা শনাক্তকরণ পরীক্ষা এখানে হচ্ছে না। ফরিদপুরের সংগ্রহকৃত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঢাকায়।

ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ তলায় স্থাপিত ওই ল্যাবে গত ২০ এপ্রিল ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত ৫৭টি নমুনা পরীক্ষা করার মধ্যে দিয়ে যাত্রা শুরু করে এবং ২২ এপ্রিল থেকে এ ল্যাবে ফরিদপুরের সাথে সাথে গোপালগঞ্জের নমুনাও পরীক্ষা করা শুরু হয়।

ল্যাবের টেকনোলজিস্ট মো. জানে আলম বলেন, গত বৃহস্পতিবার থেকে এ ল্যাবের পিসিআর যন্ত্রের ত্রুটি তাদের নজরে আসে। ওইদিন প্রথম দফা পরীক্ষা করে অধিকাংশ জনের ফল অকার্যকর আসে। দ্বিতীয় ও তৃতীয় দফার ক্ষেত্রে একই ফলাফল আসায় তারা যান্ত্রিক ত্রুটির বিষয়টি ধরতে পারেন। বৃহস্পতিবারই পিসিআর মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওএমসিকে মেইল করে জানানো হয়।

শনিবার বেলা ১১টা ওই প্রতিষ্ঠানের দুই সদস্য রিচার্ড মালো ও তারেক আহমেদ ফরিদপুরে আসেন। বর্তমানে তারা মেশিনটি ঠিক করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, মেশিনটি যদি আজকের মধ্যে ঠিক হয়ে তাহলে রবিবার পরীক্ষামূলক নমুনা টেস্ট করা হবে। সন্তোষজনক মনে হলে সোমবার থেকে পরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে ফরিদপুরে করোনা শনাক্তকরণ পরীক্ষা যান্ত্রিক ক্রুটির জন্য বন্ধ হয়ে গেছে। যে সব নমুনা জমে গিয়েছিল তার মধ্যে ফরিদপুরের ৩৬১টি ও গোপালগঞ্জের ৭৪টি নমুনা গত শুক্রবার পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, তবে আমরা নমুনা সংগ্রহ অব্যাহত রেখেছি। ফরিদপুর পিসিআর ল্যাব চালু হলে ওই ল্যাবে পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করা হবে।

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

1h ago