বগুড়ায় ইউনিয়ন আ. লীগ সভাপতির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে লাঞ্চিত করার অভিযোগ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুলফিকার আলী।
Bogura_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহকে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুলফিকার আলী।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কুন্দারহাট বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী জিন্নাহ বলেন, ‘আজ সকালে কুন্দারহাট বাসস্ট্যান্ডের একটি দোকানে চা খাচ্ছিলাম। এমন সময় সেখানে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুলফিকার আলী সেখানে উপস্থিত হন। তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। শত শত মানুষের সামনে আমার জামার কলার ধরে টানা-হেছড়া করেন।’

‘আমার অপরাধ আমি এলাকার কিছু হাইব্রিড নেতা বিরুদ্ধে সোচ্চার হয়েছি। তাই তিনি আমাকে এভাবে লাঞ্চিত করেন,’ বলেন উপজেলা চেয়ারম্যান জিন্নাহ।

এ বিষয়ে অভিযুক্ত ভাটগ্রাম ইউনিয়নের সভাপতি জুলফিকার আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, ‘বিষয়টি নিয়ে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে।’

‘ঘটনার পরে আমি ঘটনাস্থলে যাই এবং চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্চিত করারে প্রমাণ পাই। জুলফিকার আলী চেয়ারম্যানের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে বাজারে মানুষের সামনে তাকে লাঞ্চিত করেছেন। জুলফিকার আলীর বিরুদ্ধে আমরা আইননানুগ ব্যবস্থা গ্রহণ করব,’ যোগ করেন ওসি।

Comments

The Daily Star  | English

Dengue: 5 die, 534 hospitalised today

Among the fatalities, two were reported in Dhaka city, two in Chattogram division, and one in Khulna division.

19m ago